ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ট্রাক চাপায় প্রকৌশলী নিহত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪১, ২০ মার্চ ২০২১ | আপডেট: ২৩:৫৬, ২০ মার্চ ২০২১

গাজীপুরের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় গাজীপুর সিটি করপোরেশনের সহকারি প্রকৌশলী মারা গেছেন। 

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মার্জিয়া আক্তার আনিকা পশ্চিম জয়দেবপুরের মাসুদ আলমের মেয়ে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সহকারি প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় আনিকা তার বন্ধু আব্দুল্লাহ আল ইমরানের মোটর সাইকেলযোগে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে আনিকা রাস্তার ওপর পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আনিকা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি