ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে সহস্রাধিক মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৮, ২১ মার্চ ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এ সময় জনগণকে সচেতনও করে পুলিশ।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়পুল এলাকায় যানবাহনের যাত্রী, চালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে এসব মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

বিতরণে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা এনএসআইয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি