মোংলায় কলেজ ছাত্রের ওপর হামলা-ছিনতাই
প্রকাশিত : ১৫:০০, ২১ মার্চ ২০২১ | আপডেট: ১৫:০১, ২১ মার্চ ২০২১
মোংলার চাঁদপাই রেঞ্জে অনুষ্ঠিত মেলায় বিএন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির হাসান দীপ্ত’র ওপর দুর্বৃত্তরা হামলা করে নগদ অর্থ ও মালামাল হাতিয়ে নিয়েছে। শনিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে মোংলা থানায় মামলা দায়েরের জন্য অভিযোগ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোঃ ইব্রাহিম শেখ, মোঃ পাবক, মোঃ শুভ জানান- সাব্বির হাসান দীপ্ত ও তার ছোট ভাই আবির হাসান রিক্ত চাঁদপাই মেলায় ঘুরতে গেলে নেশাগ্রস্ত ও নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত মোঃ জাহিদ ও তার অপর দুই সহযোগী তাদের উপর হামলা চালিয়ে নগদ অর্থ ও মালামাল ছিনতাই করে নেয়।
থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, মোঃ জাহিদ হোসেন ও তার সঙ্গীরা মারধর করে এবং জোরপূর্বক সাব্বির হাসান দীপ্ত ও আবির হাসান রিক্ত’র কাছে থাকা সোনার চেইন, নগদ ১৭ হাজার টাকা, একটি মোবাইল সেটসহ মোট ১ লাখ ২ হাজার টাকার মালামাল ছিনতাই করে নেয়।
এ ব্যাপারে সাব্বির হাসান দীপ্ত’র পিতা মোঃ শাহ্ আলম শেখ বাদী হয়ে শনিবার রাতেই মোংলা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত জাহিদ (৪৫) চাঁদপাই ইউনিয়নের মাকড়ডোন গ্রামের মৃত আ: জব্বারের ছেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, তাই এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে এ ঘটনায় পুলিশ এখনও অভিযুক্ত জাহিদসহ তার সহযোগীদের আটক ও ছিনতাই হওয়া নগদ টাকাসহ মালামাল উদ্ধার করতে পারেনি। পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবি পুলিশের।
এনএস/
আরও পড়ুন