ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের দুই গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ২২ মার্চ ২০২১

নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জে ভূষির দুইটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে থাকা ভুট্টা, গম, খুদের ভূষিসহ পোল্ট্রি ফিডের মালপত্র পুরে গেছে।

রোববার (২১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মাছুয়া বাজার এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন  জানান, এস কে এন্টার প্রাইজ নামের একটি ভূষির গুদামে রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত। পরে পাশে থাকা আরেকটি ভূষি ও কুড়ার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

তবে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অবশ্য দুইটি গুদামে থাকা ভুট্টা, গম, খুদ, ভূষিসহ  পোল্ট্রি ফিড পুরে গেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি