ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাক চাপায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ২২ মার্চ ২০২১

নাটোরের দিঘাপতিয়া এলাকায় ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

আজ সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুর রাজ্জাক উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ নাজির আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রাজ্জাক বনপাড়া সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। সোমবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওয়াই মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু ঘটে। 

পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি তারা।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি