ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১০

নারাযণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২১, ২২ মার্চ ২০২১ | আপডেট: ১৭:২৬, ২২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নারাযণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার (২২ মার্চ) দুপুর পৌঁনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোডে এই দুর্ঘটনা ঘটে।

ইউটার্ন করার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ৩টি প্রাইভেট কার, ৩টি পিকআপ, ২টি মটর সাইকেলসহ ১০টি যানবহন দুর্ঘটনার শিকার হয়।

এঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।

নারায়নগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। এক সাথে ১০টি যানবহন দুর্ঘটনার শিকার হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি