ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৬, ৪ জুন ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এদিকে খনন ও পানি সরানোর কাজ শুরু হয়েছে এলাকার খালে।
রূপগঞ্জ থানায় গ্রেফতার চার আসামিসহ ছয় জনের নাম উল্লেখ করে অস্ত্র ও বিস্ফোরক আইনে  রাতে মামলা হয়। এদিকে  আজ দুপুর থেকে রাজউকের কর্মকর্তারা পানি সড়ানোর জন্য খাল খননের কাজ শুরু করেন। আরও অস্ত্র আছে কিনা, ডোবার পানি সেচ দিয়ে তল্লাশি করে দেখা হবে। এসব কাজের জন্যে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি