ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩০, ২২ মার্চ ২০২১ | আপডেট: ২০:৩৫, ২২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার বালুখালি ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ই-ডব্লিউ ব্লকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ মার্চ) বিকাল চারটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে রোহিঙ্গা ক্যাম্পের অসংখ্য ঝুপড়ি ঘর পুড়ে গেছে। স্থানীয় ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। 

খবর পেয়ে বিকেল সোয়া ৫টা নাগাদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি টিম পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক তথ্য এখনও জানা যায়নি। দুই ঘন্টা পেরিয়ে গেলেও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

বালুখালি ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে জানানো হয়েছে। দ্রুত আগুন নেভানোর জন্য সবাই একযোগে কাজ করছে। এখনো পর্যন্ত কি পরিমাণ রোহিঙ্গাদের বসতি ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।  
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি