ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ২৩ মার্চ ২০২১ | আপডেট: ১৯:৫৭, ২৩ মার্চ ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে বাস-অটোরিক্সার সংঘর্ষে জরিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়া গ্রামের শমসের কাজির স্ত্রী। আহতরা হলেন- অটোচালক শহিদুল, হাসি, রবিন এবং খাদিজা।

স্থানীয়রা জানায়, দুপুরে দৌলতদিয়া থেকে একটি অটোরিক্সা গোয়ালন্দ বাজারের দিকে আসছিলো, সে সময় বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের সাথে পদ্মার মোড় এলাকায় সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার থাকা চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবির জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি