ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে শুটকিখাতে শিশুশ্রম নিরসনে করণীয় শির্ষক ইপসার কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২৪ মার্চ ২০২১

কক্সবাজারে ‘শুটকিখাতে বিদ্যমান শিশুশ্রম নিরসনে করণীয় নির্ধারনে’ আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, শুটকিখাতের মালিক ও মালিক সমিতির প্রতিনিধিত্বমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাইল্ড লেবার ইমপ্রুভমেন্ট ইন বাংলাদেশ (ক্লাইম্ব প্রকল্প) বাস্তবায়নে এনজিও সংস্থা ‘ইপসা’ ‘উইনরক ইন্টারন্যাশনাল’ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সোমবার দুপুর ১২টায় কক্সবাজার শহরের এক হোটেলের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

কর্মশালায় বক্তব্য রাখেন, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, উইনরক ইন্টারন্যাশনাল এর প্রকল্প পরিচালক এএইচএম জামান খান, ইপসা’র প্রকল্প কো-অডিনেটর এডভোকেট বিশ্বজিৎ ভৌমিক, প্রকল্প কর্মকর্তা মেজবাহ উদ্দিন মাসুম, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর শাহেনা আক্তার পাখি ও আকতার কামাল।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি