ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারী নির্যাতন মামলায় ১৩ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ২৪ মার্চ ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলওয়ারসহ ১৩ আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন আদালত। এ সময় অপর আসামী মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 

আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন। 

২০২০ সালের ১৪ ডিসেম্বর ১৪ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআই। এর আগে ওই বছরের ৫ অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানীকালে চার্জশীটভুক্ত আসামীদের মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামীদের মধ্যে চারজন পলাতক রয়েছে।

উল্লেখ্য, বেগমগঞ্জের এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তৎপর হয় আইন-শৃঙ্খলা বাহিনী। পরে মামলা করেন নির্যাতিতা নারী। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি