ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৪ মার্চ ২০২১

নাটোর শহরে ব্যাটারির দোকান থেকে ৯ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনায় খুলনা, পটুয়াখালী ও রাজশাহী থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের গ্রেফতার করে নাটোর জেলা পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুন্ঠিত ১৮১টি ব্যাটারি।

আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

তিনি জানান, গত ১১ মার্চ রাতে দুর্বৃত্তরা নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার দুই নৈশপ্রহরীকে বেঁধে একটি ব্যাটারি দোকানের তালা
ভেঙ্গে ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের শতাধিক ব্যাটারি ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাত দল। উদ্ধার অভিযানের সময় লালমনিরহাট থেকে লুটে নেয়া ১১৬টি একই ধরনের ব্যাটারিও উদ্ধার করে নাটোর জেলা পুলিশ।

এই চক্রটি সারাদেশের বিভিন্ন জেলায় ব্যাটারির দোকানে ডাকাতি করে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি