ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ২৪ মার্চ ২০২১

ঢাকার নবাবগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের নাম নয়ন মাদবর (১৯)। মঙ্গলবার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কিরঞ্চি এলাকা থেকে ওই যুবকে গ্রেফতার করা হয়। সে উত্তর কিরঞ্চি গ্রামের সোহবার মণ্ডলের পালিত ছেলে বলে জানা গেছে।

এ ঘটনার তথ্য নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম জানান, সোমবার দুপুরে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির ঐ স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এসময় বখাটে নয়ন মাদবর শিশুটিকে বিভিন্ন লোভ দেখিয়ে কিরঞ্চি গজারিয়া এলাকার শ্যামল হালদারের ডাঙ্গারপাড়ে ডেরা ঘরের ভিতরে নিয়ে তাকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করেন মেয়েটির পরিবার। অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোরে নয়নকে গ্রেফতার করে পুলিশ।

উপ-পরিদর্শক নাজমুল আলম আরও জানান, বুধবার দুপুরে নয়নকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঐ স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি