ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৬, ২৪ মার্চ ২০২১

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রামপুর বাজারে অবৈধ স্থাপনা অভিযানে প্রায় ১৫০টি হোটেল ও দোকান ঘর স্কবেটর দিয়ে অপসারন করা হয়েছে।

বুধবার এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার প্রীতম সাহা। এ সময় সংশ্লিষ্ট সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, ভূমি অফিসের কর্মচারি ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, রামপুর বাজারে দীর্ঘদিন ধরে ১ নং খাস খতিয়ানে এক একর ৫৫ শতাংশ জমিতে ১৫০ টি কাঁচা পাকা হোটেল ও দোকান ঘর সরকারি নীতিমালা বহির্ভূত ভাবে রাজস্ব কর ফাঁকি দিয়ে তাদের ব্যবসা বানিজ্য চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর পর তিন বার নোটিশ পাঠানোর পরও তারা তাদের হোটেল ও দোকান ঘর অপসারন করেনি। পরবর্তী জেলা প্রশাসকের নির্দেশে সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা এ অবৈধ স্থাপনা অভিযান পরিচালনা করেন।

এ প্রসঙ্গে সহকারি কমিশনার বলেন, সরকারি নিয়মনীতি অনুযায়ী গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে সুসজ্জিত ভাবে এই বাজারটিকে  চান্দিনা ভিটি এবং তোহা বাজার হিসেবে দুটি অংশে সাজানো হবে। যারা প্রকৃত দোকানদার তাদের ঘরের জমি রবাদ্দের জন্য সুপারিশ পাঠানো হবে।" 

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি