গাজীপুরে সেফহোম থেকে পালিয়েছে ১৪ নিবাসী, আটক ৭
প্রকাশিত : ১৩:৩৮, ২৫ মার্চ ২০২১
গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ নিবাসী পালিয়ে গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।
জানা গেছে, বুধবার (২৪ মার্চ) রাতে গাজীপুরের মোগড়খাল এলাকায় অবস্থিত সেফহোম থেকে পালিয়ে যাওয়া সবাই নারী ও কিশোরী।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে ওই আবাসন কেন্দ্রের দোতলার জানালার গ্রিল ভেঙে এবং খাটের বিছানা দিয়ে ছাদের সঙ্গে বাউন্ডারি ওয়াল পর্যন্ত সিঁড়ি তৈরি করে একে একে ১৪ নিবাসী পালিয়ে যায়। এই কেন্দ্রে মোট ৩৪ জন নিবাসী রয়েছেন। এদের মধ্যে থেকে ১৪ জন নিবাসী কিভাবে গ্রিল কেটে পালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ জন পালিয়ে যায়। ওই রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
এএইচ/এসএ/
আরও পড়ুন