ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শাল্লায় হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ২৫ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ। 

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পূজা উদযাপন পরিষদের আহবানে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় এর আগেও এমন ঘটনা ঘটেছে। তার একটিরও কোন বিচার হয়নি। পূর্বের ঘটনাগুলোর যদি সঠিকভাবে বিচার হতো তাহলে আজকে এমন ঘটনা ঘটতো না। এর সঠিক বিচার না হলে আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের ডাক দিবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, সদস্য সচিব সুব্রত কুমার দাস, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী শহর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তন্ময় দাস তনু প্রমুখ।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি