ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যশোরে ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ২৫ মার্চ ২০২১

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী উত্তরপাড়া গ্রামের রহিমা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রহিমা শ্যামলাগাছী গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামের মেয়ে এবং শার্শা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টায় নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে রহিমা খাতুন।

নিহতের পরিবার এবং প্রতিবেশীরা জানান, মেয়েটি খুবই ভালো, তবে অনেকটা জেদী স্বভাবের ছিল। মায়ের সাথে সকালে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে সবাই।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও মেয়েটির মৃত্যুর কারণ আত্মহত্যা হিসাবে ধারণা করছি। তবে লাশটি ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টসহ পুলিশি তদন্তের পর সঠিক কারণ জানাতে পারবো। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি