উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে মেহেরপুরে র্যালি
প্রকাশিত : ১৪:২২, ২৭ মার্চ ২০২১
‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
আজ শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ইবরাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট পল্লভ ভট্টাচার্যসহ নেত্রীবৃন্দ।
পরে শহীদ সামসুজ্জোহা পার্কে আলোচনা সভা ও উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়াও সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্টল প্রদর্শন করে।
এএইচ/
আরও পড়ুন