ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ২৭ মার্চ ২০২১

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রাজবাড়ীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ মেলার উদ্বোধন হয়।

পড়ে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার প্রমুখ।

দুই দিনব্যাপী এই উন্নয়ন মেলায় জেলার সরকারি পর্যায়ে প্রায় ৮০টি স্টল বরাদ্দ পেয়েছে। মেলায় নাটক, অ্যাক্রোবেটিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠানেরসহ বিভিন্ন আয়োজন রয়েছে। 

আগামীকাল পুরস্কার বিতরণীর মাধমে শেষ হবে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি