ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে করোনায় আক্রান্ত অধ্যক্ষের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৪, ২৭ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

মহামারী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে নাটোরে শাহীনা নাজনীন মিতা নামে এক কিন্ডার গার্টেনের অধ্যক্ষের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মার্চ) ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

শরীরে জ্বর ও কাশি নিয়ে শহরের নর্থ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ শাহীনা নাজনীন ওরফে মিতা গত বৃহষ্পতিবার (২৫ মার্চ) নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তাঁর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শুক্রবার রাতে তাঁর শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার ভোরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

করোনার প্রকোপে এ বছর এটাই নাটোরে প্রথম মৃত্যু বলে জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান। স্বাস্থ্যবিধি মেনেই আজ দুপুরে তার দাফন সম্পন্ন হয় বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি