ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ২৮ মার্চ ২০২১

পটুয়াখালীর গলাচিপায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাইমুন (২২) ও রায়হান (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আসাদুল (১৭) নামের এক যুবক। 

শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নের নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইমুন বোয়ালিয়া গ্রামের সেরাজুলের ছেলে ও রায়হান একই এলাকার নকু সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে চালক সাইমুন রায়হান বোয়ালিয়া থেকে আসাদুলকে নিয়ে গলাচিপার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় নাসকতা বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরণ করা হয়।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি