ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ১৪ মাদকসেবি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ২৮ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের তেবাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে ১৪ মাদকসেবিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ২শ’ লিটার মদ, ১ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

শনিবার (২৭ মার্চ) রাতে মাদকসেবনের সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুরুজ মিয়া (৪০), মোঃ নয়ন (২৭), শ্রী পার্থ দেব (২৯), মোঃ রহিম শেখ কল্লোল (৩০), মোঃ শরিফ শেখ (২২), অসীম কুমার ঘোষ (৩২), মোঃ ওয়াজেদ মল্লিক (২৭), মোঃ শিবলু (২৪), মাঃ বিপ্লব (৩৯), মোঃ নজরুল ইসলাম (২১), মোঃ ঈমান হোসেন (৩০), মোঃ সুমন (১৯), জয় কুমার সরকার (১৯) এবং মোঃ ইউসুফ আলী (২৮)।

১৪ মাদকসেবিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা। তিনি জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকা থেকে এসে একত্রে বসে মাদক সেবন করার সময় তাদেরতে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

এব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি