রেলপথে পণ্য আমদানি বেড়েছে (ভিডিও)
প্রকাশিত : ১২:৩০, ২৯ মার্চ ২০২১
ভারতের বনগাঁ কালিতলা পার্কিংসহ স্থলপথের বিভিন্ন জায়গায় হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। এমন অবস্থায় পণ্য আমদানি বেড়েছে রেলপথে। এছাড়া, রেলপথে পণ্য পরিবহণে সময় ও খরচ লাগে কম। তাই বাংলাদেশের ব্যবসায়ীরা রেলপথকে প্রাধান্য দিচ্ছেন।
স্থলপথে পণ্য আমদানিতে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের। এর মধ্যে রয়েছে ভারতের বনগাঁ কালিতলা পার্কিংয়ে পণ্যবাহী ট্রাকের অপেক্ষা।
কালিতলা পার্কিং হয়ে বাংলাদেশে গাড়ি ঢুকতে সময় লাগে ১৫ থেকে ২০ দিন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুর রহমান বলেন, রেলে আসলে যেমন খরচ কম তেমনি দ্রুত আসতে কোন সিরিয়াল লাগে না। আমরা ডিউটি ট্যাক্স পে করে রেল থেকে মালামাল খালাস করে আমদানীকারকদের কাছে বুঝিয়ে দিচ্ছি।
এমন পরিস্থিতিতে সড়ক পথ বদলে রেলপথে পণ্য পরিবহনে ঝুঁকছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। রেলপথে পণ্যের নিরাপত্তা বেশি, সময়ও লাগে কম।
সিএন্ডএফ ব্যবসায়ীরা জানান, আমদানিকারকরা সবসময় চায় তাদের পণ্য দ্রুত সময়ের মধ্যে ঘরে পৌঁছে যাক। রেলপথে আমদানি করে তারা আনন্দবোধ করছেন এবং ব্যবসায়ীভাবে তারা সফল হচ্ছেন।
আমদানিকারকরা জানান, পণ্য আনার সময় বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত মালামাল চুরি হয়। এছাড়া আমরা ব্যবসায়ীরা অনেক হয়রানির শিকার হয়েছি। যার কারণে রেলপথে পণ্য আমদানিতে আমরা আগ্রহী হই।
অল্প সময় ও সীমিত খরচে রেল পথে আমদানি হচ্ছে জানিয়ে স্টেশন কর্মকর্তারা জানান, এর ফলে রাজস্ব আয়ও বেড়েছে।
বেনাপোল সহকারি স্টেশন মাস্টার পারভিনা খাতুন বলেন, বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য রেলপথে আগের থেকে দ্বিগুণ আমদানি করছেন।
বেনাপোল বন্দর এলাকায় জায়গা স্বল্পতা রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বন্দরে হ্যান্ডলিং শ্রমিক সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।
ভিডিও-
এএইচ/
আরও পড়ুন