ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মহানবী (স.)কে কটূক্তিকারী সেই চুয়েটছাত্র ২ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ২৯ মার্চ ২০২১

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে অভিযানে গ্রেফতার চুয়েটছাত্র সৌরভ

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে অভিযানে গ্রেফতার চুয়েটছাত্র সৌরভ

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে নোংরা ও অশালীন মন্তব্য করার দায়ে গ্রেফতার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে (২৪) ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলালুদ্দীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামি সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.)কে উদ্দেশ্য করে নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। 

পরে গত ২১ মার্চ সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি চৌকস দল তাকে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। সৌরভ চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামের প্রয়াত কিরিট কুমার রায় চৌধুরীর ছেলে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি