ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় বিরিয়ানি খেয়ে অসুস্থ ৫৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ২৯ মার্চ ২০২১ | আপডেট: ১৯:৫৯, ২৯ মার্চ ২০২১

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মুরারীকাটিতে পিকনিক করতে গিয়ে ৫৫ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। শনিবার (২৭ মার্চ) রাতে নান্না বিরিয়ানি খেয়ে অসুস্থদেরকে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

অসুস্থরা জানান- পৌর সদরের মুরারীকাটি ৭নং ওয়ার্ডের ৫৫ জন ব্যক্তি ঘরোয়াভাবে মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে একটি পিকনিকের আয়োজন করে। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা কলারোয়া বাজারের সরকারি কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন নান্না বিরিয়ানি হাউজ থেকে ৩ হাজার ৫৭৫ টাকা দিয়ে ৫৫ প্যাকেট বিরিয়ানি কেনেন। 

রাতে ওই বিরিয়ানি খেয়ে আকরোম আলী, আশরাফুল ইসলাম, কলিমুদ্দিন, আজাহারুল ইসলাম, নাজমুল, আবু সাঈদ, নাঈম, সালেহা, শাহিন, আ: রউফ, আলিম গাজী, জাহাঙ্গীর, আনোয়ারা, জলিল গাজী, মমিন গাজী, রাশিদা, মহির, শহিদ, সাদ্দাম, শফি, জিয়া, আজিজ, অনারুল, শাহিন মোড়ল, লুৎফর মোড়ল, আ: মান্নান, তানজির হোসেন, আজিজুল মোড়ল, জামির, রবিউল, আলামিন, শরিফা, সিরাজুল ইসলামসহ ৫৫ ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। 

এদিকে এলাকাবাসী বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি