ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে ৭ মাদকসেবী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৮, ৩০ মার্চ ২০২১

নাটোরে ৭ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। নবাব সিরাজ-উদ-দৌলা (এনএস) সরকারি কলেজ মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) রাতে মাদকসেবন অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশে সোপর্দ করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আল আমিন (১৯), মোঃ বেলাল হোসেন (৩৮), মোঃ আব্দুল করিম (২৭), মোঃ আসাদুল ইসলাম (১৯), মোঃ হোসেন আলী (২৪), মোঃ মশগুল হোসেন (৩৮) এবং মোঃ বজলুল (৪৫)। 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, গতরাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ৪ গ্রাম গাঁজাসহ সেবনের উপকরণ জব্দ করা হয়। তারা বিভিন্ন স্থান থেকে কলেজ মাঠ এলাকায় জড়ো হয়ে মাদক সেবন করছিল। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি