ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের সাফারি পার্কে যুবকের লাশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ৩০ মার্চ ২০২১

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সাফারি পার্কের চার নাম্বার গেইট সংলগ্ন ইন্দ্রপুর এলাকার ঝোপের ভেতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পার্ক কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে শার্ট এবং প্যান্ট রয়েছে। 

ওই যুবককে পার্কের বাইরে কোথাও হত্যা করে দুর্বৃত্তরা এখানে ফেলে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি