ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ১৩, মৃত্যু ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ৩০ মার্চ ২০২১

রাজবাড়ীতে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সদর উপজেলাতেই ১৩ জন রোগী সনাক্ত হয়েছে। এই সময়ে সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ সপ্তাহে আক্রান্ত হলেন ৬৪ জন। 

গতকাল সোমবার রাতে এই ১৩ জনের নমুনার পজেটিভ রিপোর্ট আসে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে। গত ২৪ ও ২৫ ও ২৭ মার্চ এই তিনদিনে ৪৫ জনের নমুনা রাজবাড়ী সদর হাসপাতালে এ্যান্টিজেন টেস্টে ও ঢাকা আইসিডিডিআরবিতে পিসিআর টেষ্টের জন্যে পাঠানো হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫৪ জনে। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৬৫ জন। বর্তমানে সদর হাসপাতালের কোভিড ইউনিটে ৬ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। জেলায় নতুন একজনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। আর সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪৫২ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, জেলায় নতুন করে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আগের তুলনায় আক্রান্তের হারও বেড়েছে। অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি