ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

৬১ জেলেকে ভারতে পুশব্যাক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১০, ৩০ মার্চ ২০২১ | আপডেট: ২৩:২৬, ৩০ মার্চ ২০২১

সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে বিভিন্ন সময়ে আটক হয় ভারতের ৬১ জন জেলে। বাংলাদেশ নৌ বাহিনী ও কোস্টগার্ড মাছ ধরার জাল ও ট্রলারসহ তাদের আটক করে। সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে সেময় তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ। এসব জেলেদের বেশিরভাগ বাড়ী ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। 

এদিকে আটক হওয়া এসব জেলেদের আজ মুক্তি হয়েছে। তিন মাস ১০ দিন পর তাদের মুক্তি দেয় বাগেরহাট নিন্ম আদালতের বিচারিক হাকীম। মুক্তি পাওয়া এসব জেলেদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার খুলনার প্রতিনিধির মাধ্যমে এদিন ভারতে  পুশব্যাক করা হয়। 

মোংলা থানার এস আই বিশ্বজিৎ মূখার্জী এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক হওয়া ওসব জেলেদের সাথে জব্দ হওয়া শঙ্খদ্বীপ, স্বর্ণতারা, মা মঙ্গলচন্দী ও মা শিবানী নামে পাঁচটি ট্রলারও এদিন ছেড়ে দেওয়া হয়। 

মুক্তি পাওয়া ৬১ জন ভিনদেশি এসব জেলেদের নামে তিনটি মামলা দেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি