ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে হঠাৎ বাসে আগুন

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৫:১৬, ৩১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়ায় রাস্তার পাশে রাখা ছিল একটি লোকাল বাস। মঙ্গলবার রাতে হঠাৎ বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের পুরো অংশ পুড়ে ছাই।

পুলিশ বলছে, নাশকতার কোনো আলামত পায়নি। হয়তো গাড়িতে শর্টসার্কিট হয়ে আগুন লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতনের সামনে পুঠিয়া-আড়ানি সড়কের পাশে বাসটি রাখা ছিল। বিকেল ৫টার দিকে খান এন্টারপ্রাইজের বাসটি সেখানে রেখে যান চালক। রাত ১০টার দিকে হঠাৎ বাসে আগুন দেখে স্থানীয় লোকজন পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, বাসের ব্যাটারির শর্টসার্কিট হয়ে আগুন লাগতে পারে। এছাড়া বাসের দরজা-জানালা বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর চালক এসে দরজা খুলে দেন। এ জন্য ধারণা করা হচ্ছে, ভেতর থেকেই কিছু একটা হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি