নিরাপদ আম উৎপাদন, প্যাকেজিং ও বিপণন বিষয়ক কর্মশালা
প্রকাশিত : ১৬:০৯, ৩১ মার্চ ২০২১
নওগাঁর নিয়ামতপুরে নিরাপদ আম উৎপাদন, প্যাকেজিং ও বিপণন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের আয়োজনে এই কর্মশালা উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।
বুধবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঘাষফুলের সহকারী পরিচালক সামসুল হক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন কনসালটেন্টের (গ্যাপ) ড. আরিফ মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জের জার্মপ্লাজম অফিসার কৃষিবিদ ড. জহুরুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাসফুলের এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, ঘাসফুলের নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, এসইপি প্রজেক্ট ম্যানেজার কুদরত-ই-খোদা মোঃ নাসেরসহ নিয়ামতপুর ও সাপাহার উপজেলার প্রায় ২০ আমচাষী।
এএইচ/
আরও পড়ুন