ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বরিশালে করোনা প্রতিরোধে চলছে অভিযান

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ৩১ মার্চ ২০২১

মহামারী করোনার দ্বিতীয় ধাপে বরিশালে লাপিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় হয়ে উঠেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

আজ বুধবার (৩১ মার্চ) বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন হায়দারের নির্দেশনায় দিনব্যাপী ২টি ভ্রাম্যমাণ আদালতের টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। মাক্স না পড়ায় ১৫ জন ব্যক্তিকে ৩ হাজার ৭ শত টাকা জরিমানা করেন তারা। এর পাশাপাশি বিনামূল্যে মাক্স বিতরণ ও পরিবহন যাত্রীদের সচেতন করেন।

এদিকে করোনা ভাইরাসের প্রভাব রুখতে বরিশাল মেট্রো পলিটন পুলিশের উদ্যোগে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক ও শারীরিক দূরত্ব বর্জায় রেখে নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস চালক, শ্রমিক ও মালিকরা অংশ নেয়।

সভায় উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রো পলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি