ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলায় ভিড়ল এসপিএম ব্যাংকক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৮, ৩১ মার্চ ২০২১

মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে থাইল্যান্ড পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় বন্দর জেটির ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। 

মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেট্রোরেলের (রেলওয়ে কার) ৬টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরও ১৩৮টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে। এগুলো নদীপথে ঢাকায় যাবে বলেও জানান তিনি।

মেট্রোরেলের বগি নিয়ে আসা বিদেশি এ জাহাজের স্থানীয় এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো ওহিউদুজ্জামন বলেন, রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকি হ্যাভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি করেছে। 

২০২২ সালের মধ্যে ঢাকার মেট্রোরেলের পুরো যন্ত্রাংশ আসবে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি