ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় বিষপানে যুবক ও গৃহবধূর আত্মহত্যা 

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রকাশিত : ১০:৫৪, ১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক বিষপানে ফিরোজ হোসেন মিলন (৩৫) ও মর্জিনা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

মৃতদের মধ্যে ফিরোজ উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। আর মর্জিনা উপজেলার হেলাতলা ইউনিয়নের দামুদারকাটি গ্রামের আশরাফুলের স্ত্রী।

কলারোয়া হাসপাতালের মেডিকেল অফিসার মাহফুজ ইমরান জানান, বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিষপান করা ওই যুবক তার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানিকের মধ্যে মারা যান তিনি। 

অপরদিকে, উপজেলার হেলাতলা ইউনিয়নের দামুদারকাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে মর্জিনা খাতুন নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ির সকলের অজান্তে বিষপান করে বলে জানা গেছে। বুধবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, উভয় ঘটনায় কলারোয়া থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি