ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় পাচারকারী রানা হামিদকে (২৬) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই স্বর্ণ আটক করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইকও জব্দ করে বিজিবি। 

আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফফারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট গ্রামস্থ পাকা রাস্তার ওপর হতে রানা হামিদ নামের এক যুবককে ইজিবাইকসহ আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩টি প্যাকেটে মোট ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। বেনাপোল পোর্ট থানার পুটখালি বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল এই অভিযান চালায়।

আটক রানা হামিদ দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করে সে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৯৩ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা বলে জানায় বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, স্বর্ণের বারসহ আটক আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি