ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বরিশালে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে সমাবেশ

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০০, ১ এপ্রিল ২০২১

বরিশাল চাঁদপাশা হাই স্কুল এন্ড কলেজে এবছর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) নগরীর কাশিপুর এলাকার মহাসড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষা বোর্ডে এসে এক প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময়ে বক্তব্য রাখেন চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম ফকির। তারা বলেন, নগরীর ঐতিহ্যবাহী বহু পুরানো শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপাশা হাইস্কুল ও কলেজ। এই স্কুলে এ বছরের এসএসসি পরীক্ষা কেন্দ্রের দাবি জানান তারা।

সমাবেশ শেষে তারা বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করেন। তাদের দাবি মেনে নিয়ে নিয়ম অনুযায়ী সামনে পরীক্ষা কেন্দ্র দেয়ার ঘোষণা দেন বোর্ড চেয়ারম্যান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি