দোহারে বিনামূল্যে ঔষধ বিতরণ
প্রকাশিত : ২০:০৪, ১ এপ্রিল ২০২১
ঢাকার দোহারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আকবর পাঠান ফারুক এমপির নির্দেশে এই ওষধ সামগ্রী বিতরণ করেন সাংগঠনিক সম্পাদক এম এ মিলন।
বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় এসব ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই গ্রামের প্রায় ৮ শতাধিক অসহায় দুস্থ পরিবারকে এ সেবা দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কবির ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহসান সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নায়িকা অঞ্জলি সাথী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ সহ আরও অনেকে।
এএইচ/
আরও পড়ুন