রাজবাড়ীতে একদিনে করোনা শনাক্ত ৩২
প্রকাশিত : ২০:০৬, ১ এপ্রিল ২০২১
রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও ৩২ জন পজেটিভ হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ২১, পাংশায় ৯ ও গোয়ালন্দের ৩ জন রয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গতকল বুধবার (৩১ মার্চ) রাতে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে ৩২ জনের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ২৭ ও ২৮ মার্চ তারিখে ১শ’ জনের নমুনা ঢাকা আইসিডিডিআরবিতে পিসিআর টেষ্টের জন্যে পাঠানো হয়।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৬ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪৫৩ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৯৩ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ৯ জন রোগী ভর্তি আছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহিম টিটন জানান, প্রতিদিনই রাজবাড়ীতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনসাধারণের অসচেতনতাই আক্রান্ত বৃদ্ধির অন্যতম কারণ।
এএইচ/
আরও পড়ুন