ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা 

মৌলভীবাজার প্রতিনিধি: 

প্রকাশিত : ২০:৫৩, ১ এপ্রিল ২০২১

মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমণ উচ্চ ঝুঁকি মোকাবেলায় রাষ্ট্রীয়ভাবে আটারোটি স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্থানীয়ভাবে আরো এগারোটি স্বাস্থ্যবিধি মেনে চলার কর্মসুচি গ্রহন করেছে জেলা প্রশাসন। আজ দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসুচির কথা জানানো হয়েছে।

জেলার লাউয়াছড়া, মাধবকুন্ডসহ সবকটি পর্যটন স্পট আগামি পনেরো দিন পর্যন্ত বন্ধ থাকা ছাড়াও হোটেল-মোটেল রেস্তোরায় লোকজনদের উপস্থিতি অর্ধেকে রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া যানবাহন চলাচলে যাত্রী সংখ্যা অর্ধেক রাখার কথাও বলা হয়। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামিকাল থেকে প্রশাসনিকভাবে মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে। 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানসহ অনেকে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি