ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে ভায়রার বাসায় স্ত্রী খুন, স্বামী আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ২ এপ্রিল ২০২১

ঘাতক মাসুম মিয়া

ঘাতক মাসুম মিয়া

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভায়রার বাসায় বেড়াতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন স্ত্রী শাহিমা আক্তার (১৯)। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার সুরভীপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ তদন্ত হুমায়ুন কবীর জানান, শুক্রবার ভোর রাতে হবিগঞ্জের সুলতানশী গ্রামের মাসুম মিয়া (২৪) গত তিনদিন আগে শ্রীমঙ্গল সুরভীপাড়াস্থ তার ভায়রার বাসায়  বউকে নিয়ে বেড়াতে আসে। গতকাল রাতে তার নিজের বাড়িতে ঘর করা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে রাত ৩টার দিকে স্ত্রীকে নিয়ে হবিগঞ্জে চলে যেতে চায়। কিন্তু স্ত্রী শাহিমা যেতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে করে পালিয়ে যায়। 

ঘটনার পরপরই আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার পর রক্তাক্ত ছুরি নিয়ে ঘাতক স্বামী মাসুদ পালিয়ে যাওয়ার সময় সকালে টহল পুলিশের হাতে আটক হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ আব্দুস ছালেক জানান, ঘাতক মাসুদ পেশায় খসাই ও সিএনজি অটোরিকশা চালক। নিহত শাহিমার লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি