ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনায় ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৯, ২ এপ্রিল ২০২১

পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া বাজার এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এতে একজন আহত হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন(৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। 

এ ঘটনায় আহত নিহতের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। এর মধ্যে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। 

এসময় বালু বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি