ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় প্রতিবন্ধি স্কুলে ভ্যান ও ফ্যান প্রদান

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ভোলায় বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য অটো ভ্যান ও ফ্যান দিয়েছে রোটারী ক্লাব। এছাড়া শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করে ক্লাবটি।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে রোটারী ক্লাব স্কাইন ঢাকা ও ১৭টি ক্লাবের সহযোগীতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার। এছাড়া বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ফারুক, রোটারি ক্লাব প্যারাগন সভাপতি শেখ সাদী খান, রোটারী ক্লাব গ্রেটার সভাপতি শহীদুল্লাহ কাওসার, রোটারী ক্লাব ধানমন্ডী সেন্টাল সভাপতি আমানুল উল হক কনক, গ্রেটার সাবেক সভাপতি নাজমুল হোসাইন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাব অপু উপস্থিত ছিলেন।

রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি প্রভাষক খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাছেন একই ক্লাবের সদস্য মেজবাহ উদ্দিন শিপু, বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি