ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলায় টমটম চালককে মারধরের অভিযোগ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ৩ এপ্রিল ২০২১

বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়াকে কেন্দ্র করে মোংলায় টমটম চালককে মারধর করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই চেয়ারম্যান প্রার্থী একরাম ইজারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগও হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন টমটম চালক নজরুল শেখ। 

এর আগে শুক্রবার রাতে স্থানীয় চটেরহাট বাজারে নজরুলকে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদার বেধড়ক মারপিট করে। 

মোংলা থানারও ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একরাম ইজারাদারের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে। 

থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাতে বাঁশতলা বাজারে এক চায়ের দোকানে বসে টমটম চালক নজরুল অন্যদের সাথে স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এসময় সুন্দরবন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদারের এখন কি হবে এসব আলোচনাও উঠে আসে।

বিনা ভোটের চেয়ারম্যান সম্পর্কে এসব আলোচনা মেনে নিতে পারেনি একরাম ইজারাদার। টমটম চালক নজরুলকে খবর দিয়ে ওই দিন রাতে চটেরহাট বাজারে ডেকে তিনি বেধড়ক মারপিট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে জানতে একরাম ইজারাদারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে টমটম চালককে মারধরের ঘটনার বিচারের দাবিতে আজ (শনিবার) বাঁশতলা বাজারে বিক্ষোভ করেন স্থানীয়রা। এসময় তারা একরামকে গ্রেফতারের দাবি জানান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি