ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

তথ্য সচিবের রোগমুক্তি কামনায় কালিয়ায় দোয়া-মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৪ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মো. খাজা মিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলার কালিয়া উপজেলায় আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আজ শনিবার দুপুরে জোহরের নামাজের পর কালিয়া পৌর এলাকার চাঁদপুর বায়তুন নূর জামে মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম ক্বারি মো. মফিজুর রহমান।

এ সময় কালিয়া পৌরসভার মেয়র ওহিদুজ্জামান হীরা, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু ও সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি