ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল ভবন-মাদরাসা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৪ এপ্রিল ২০২১

গাজীপুরের কাপাসিয়ায় শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল ভবন এবং মাদরাসার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২ এপ্রিল সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের বারাব গ্রামে স্বাস্থ্যবিধি মেনে ফাউন্ডেশনের নতুন ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. আমানত হোসেন খান এবং প্রধান আলোচক ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান। 

বারিষাব ইউনিয়নের চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলুর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শিমূলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী কুমিল্লার কৃতি সন্তান মোশাররফ হোসেন খান চৌধুরী ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ডিএমডি মোসা. সিমা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা প্রবীণ শিক্ষক আব্দুস ছাত্তার শেখ, সভাপতি সমাজবন্ধু মো. ইকবাল হোসাইন, সাংগঠনিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন পাঠান, সাবেক মেম্বার আমির হোসেন তারা মিয়া, টোক সংবাদপত্র পাঠক ফোরামের সভাপতি শিক্ষক-সাংবাদিক মো. মনজুরুল হক গাজী, বাংলাদেশ প্রতিবেদন এর চীফ রিপোর্টার সাইফুল শুভ, টোক মানবতার ঘরের উদ্যোক্তা ও উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন, ভাওয়াল বদরে আলম কলেজের অধ্যাপক জাকির হোসেন, কবি আফিয়া সুলতানা রুবি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফাউন্ডেশনের মূল ভবন এবং সমাজবন্ধু হাফিজিয়া এতিমখানা মাদরাসার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। এমন মহৎ কাজে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। বিশেষ অতিথি আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরীর প্রশংসা করে এডভোকেট আমানত হোসেন খান বলেন, কুমিল্লার মানুষ হয়েও তিনি যেভাবে আমাদের সহযোগিতা করছেন তা প্রমাণ করে তিনি আমাদের প্রাণের মানুষ, কাপাসিয়ার নাগরিক।

অতিথিবৃন্দ শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রদত্ত মেধাবৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন, ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে বাৎসরিক স্মরণিকা ‘উৎসর্গ’ এর মোড়ক উন্মোচন করেন ও ফাউন্ডেশনের সভাপতির মেয়ে শিশু লেখক ইফফত জাহান সাফার মিন্নাতের ডায়েরী বইয়ের মোড়ক উন্মোচন করেন। 

অনুষ্ঠানে কাপাসিয়ার সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, তার পরিবার এবং সাবেক আইনমন্ত্রী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরুর রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক , এলাকার শিক্ষকসহ বিপুল সংখ্যক সূধীজন উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি