দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়
প্রকাশিত : ১৪:৪৬, ৪ এপ্রিল ২০২১
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি ঘাটে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার কোন নির্দেশনাই মানছে না কেউই। তবে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে বাসসহ গণপরিবহন, লঞ্চ ও ফেরীর যাত্রীদের।
সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহ লকডাউনের ঘোষণার পর থেকে ঘরমুখী হতে শুরু করে সাধারণ মানুষ। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড় দেখা যায়।
তবে যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদি করে ঘরমুখী হতে হচ্ছে তাদের। যদিও প্রশাসনিক তেমন কোন নজরদারি লক্ষ্য করা যায়নি।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, এ রুটে ১৪টি ছোট ও বড় ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। যদিও অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রী ও যানবাহনের চাপ অধিক। এ জন্য গাড়ির দীর্ঘ লাইনও দেখা গেছে।
এএইচ/
আরও পড়ুন