ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ৪ এপ্রিল ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে নিজ বাড়িতে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোববার (৪ এপ্রিল) সকালে পার্শ্ববর্তী সেনবাগের ছাতারপাইয়া থেকে অভিযুক্ত নুর হোসেন ওরফে নুরুল হককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার নুর হোসেন সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের আহছান উল্যাহর ছেলে।

নির্যাতিতা ও তার স্বজনরা জানান, নুর হোসেন দুই দিন আগে তাদের এক বিয়ের অনুষ্ঠানে আসে। ওই কিশোরীর (১৪) সঙ্গে পরিচয় হয়। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নুর হোসেন ওই কিশোরীকে কৌশলে বাড়ির গোয়াল ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে নুর হোসেন পালিয়ে যায়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর বোন বাদী হয়ে নুর হোসেনকে আসামি করে শনিবার রাতে মামলা করে। পরে পুলিশ রোববার অভিযান চালিয়ে সেনবাগের ছাতারপাইয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে নির্যাতনের শিকার কিশোরীকে রোববার সকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি