ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদক পেলেন সাংসদ শিবলী সাদিক

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩৭, ৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:৪০, ৪ এপ্রিল ২০২১

নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে স্কিট শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। রোববার দুপুরে বিকেএসপিতে চূড়ান্ত রাউন্ডে ১০ জন প্রতিযোগীর মধ্যে এমপি শিবলী সাদিক ব্রোঞ্জ পদক লাভ করে। 

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক জানান, গত এক মাস থেকে বিকেএসপিতে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ শুটিং ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডে দশজন নির্বাচিত হয়েছিলো। 

গতকাল শনিবার ও আজ রোববার চূড়ান্ত রাউন্ডের খেলা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরউদ্দিন সেলিম এবং সিলভার মেডেল পেয়েছেন আর্মি রাইফেল ক্লাবের সাব্বির হোসেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি