ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রীসহ লঞ্চডুবি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ৪ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জ শহরের অদূরে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ট্যাংকারের সঙ্গে আঘাত লেগে লঞ্চটি ডুবে যায়। লঞ্চে ৫০ জনের বেশি যাত্রী ছিল। বন্দর থানার ওসি দীপক চন্দ্র শাহা লঞ্চডুবির তথ‌্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জে কালবৈশাখী শুরু হয়েছে। জড়ো বাতাসে নদী উত্তাল রয়েছে। এখনো পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধার বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে সারা দেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি