গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিল্প কারখানা
প্রকাশিত : ০৯:৪৫, ৫ এপ্রিল ২০২১ | আপডেট: ০৯:৪৯, ৫ এপ্রিল ২০২১
সরকার ঘোষিত ৭ দিনব্যাপী লকডাউন আজ সকাল থেকে শুরু হয়েছে। তবে লকডাউনে শিল্প-কারখানা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর প্রেক্ষিতে উৎপাদন স্বাভাবিক রাখার লক্ষ্যে গাজীপুরে সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা শিল্প-কারখানায় প্রবেশ করেছেন।
প্রবেশমুখে শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিধির উপকরণসমূহের ব্যবস্থা রেখেছে শিল্প কারখানা কর্তৃপক্ষ।
এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল সড়কের চন্দ্রাসহ বিভিন্নস্থানে সকাল থেকে কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। এসব যানবাহনের চালকরা স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা করছে না। দেদারছে যানবাহন চালাতে দেখা গেছে। এছাড়া মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এএইচ/এসএ/
আরও পড়ুন